সংগীতশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন

ভারতীয় সংগীতশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। অনুপ ঘোষালের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠুমরি, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি গানের পাশাপাশি আধুনিক বাংলা গানও করতেন অনুপ ঘোষাল। মূলত নজরুলগীতি গেয়ে তার সুনাম ছড়িয়ে পড়ে।
সত্যজিৎ রায় পরিচালিত 'গুপী গাইন বাঘা বাইন' সিনেমার 'দেখো রে নয়ন মেলে জগতের বাহার' গানটি তাকে আরও পরিচিত করে তোলে।
সংগীতজগতের সঙ্গে যুক্ত পরিবারেই জন্ম ও বেড়ে ওঠা অনুপ ঘোষালের। বাবা অমূল্যচন্দ্র ঘোষাল, মা লাবণ্য ঘোষাল।
মা লাবণ্য ঘোষালের কাছ থেকেও সংগীত জগতের প্রতি অনুরাগ জন্মায় অনুপ ঘোষালের।
আশুতোষ কলেজ থেকে মানবিকে স্নাতক অনুপ ঘোষাল পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। নজরুলগীতির রূপ ও রসানুভূতি ছিল তার গবেষণার বিষয়।
পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাকে 'নজরুল স্মৃতি পুরস্কার' ও ২০১৩ সালে 'সংগীত মহাসম্মান' প্রদান করে।
Comments