বিয়ে করলেন ঐশী

বিয়ে করলেন ঐশী
ঐশী ও তার বর আরেফিন জিলানী সাকিব। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

তাদের মধ্যে ছিলেন— আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, পরিচালক আশফাক নিপুণ, আঁখি আলমগীর, কৌশিক হোসেন তাপস, এলিটা, কনা, কোনাল, লিজা, শফিক তুহিন, লুইপাসহ অনেকে।

তার আগের দিন ঐশীর হলুদ সন্ধ্যা ছিল। তাদের দুজনার পরিচয় আড়াই বছর আগে। তারপর বন্ধুত্ব। অবশেষে ২ এপ্রিল আংটি বদল হয়েছিল। ঐশীর বর জিলানী একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন।

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

International auditors KPMG and Ernst & Young conduct asset quality reviews

2h ago