‘১০ ডিসেম্বর আ. লীগের সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে’

‘১০ ডিসেম্বর আ. লীগের সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে’
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

রাজনৈতিক সমাবেশ করতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আজ রোববার সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ইইউ টিমে ছিলেন—ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটি সমাবেশের আয়োজন করেছে। ইসি অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এখনো চিঠি পাইনি।'

অনুমতি ছাড়া করতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, 'যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।'

তিনি আরও বলেন, 'যদি কোথাও কোনো রাজনৈতিক সমাবেশ করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধিতে যেভাবে আছে, সে অনুযায়ী করতে হবে।'

অন্য সময় অনুমতির জন্য পুলিশের কাছে যায়, এখন তফসিল হয়ে গেছে, এই পরিস্থিতিতে কার কাছে অনুমতি নিতে হবে জানতে চাইলে তিনি বলেন, 'স্থানীয় প্রশাসন আছে, রিটার্নিং অফিসার আছেন, সেখান থেকে অনুমতি নেবেন।'

অশোক কুমার গণমাধ্যমকর্মীদের জানান, 'ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আমি এবং আমাদের যুগ্ম সচিবরা কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় আমাদের কাছে জানার ছিল। সেই বিষয়গুলো আমরা জানিয়েছি।'

তিনি বলেন, 'তারা নির্বাচনপূর্ব-নির্বাচন পরবর্তী সব বিষয়ে পর্যবেক্ষণ করবে। কোড অব কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে কি না, তারা দেখবেন। তারা মূলত আমাদের আইনগুলো জানতে চেয়েছেন।'

অতিরিক্ত সচিব বলেন, 'প্রয়োজন হলে আরও বৈঠক হবে, সে অনুরোধও তারা আমাদের কাছে করেছেন।'

এই যে ভোটকে কেন্দ্র করে তারা সারা দেশ ঘুরবেন; নির্বাচনী আচরণবিধি, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থী নির্বাচনে সহিংসতা, এই সব বিষয়েই কি তারা জানতে চেয়েছেন—প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তারা সকল বিষয়; নির্বাচনী সহিংসতা, নির্বাচনপূর্ব সহিংসতা...তারা দেশব্যাপী ঘুরবেন। সে জন্য তাদের নিরাপত্তা বা অন্যান্য যে বিষয়গুলো, আমরা সেগুলো নিশ্চিত করব। সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি।

'তারা যখন ঢাকার বাইরে যাবেন, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে...যেহেতু নিরাপত্তার বিষয় আছে। তাই ইনফর্ম করেই তারা যাবেন,' বলেন তিনি।

তিনি জানান, 'হরতাল-অবরোধ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।'

ইইউ প্রতিনিধি দলের সদস্য সংখ্যা বাড়বে কি না জানতে চাইলে অশোক বলেন, 'তাদের সদস্য বাড়তে পারে, এই মুহূর্তে চার জন আছেন। এই টিম আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে। অন্য টিম আসতে পারে, ইন্ডিভিজুয়াল অবজার্ভার আসতে পারে।'

নির্বাচনে সব দল অংশগ্রহণ না করা প্রসঙ্গে কিছু বলেছে কি না জানতে চাইলে অশোক বলেন, 'এ বিষয়ে কিছু বলেনি। যারা এসেছে, তাদের কার্যক্রম বিষয়ে আলোচনা করেছে।

'কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই পরিসংখ্যান জানতে চেয়েছেন। কতগুলো পর্যবেক্ষক আসবে, কতগুলো স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান আছে সেগুলো জানতে চেয়েছে,' যোগ করেন তিনি।

আমরা মনে করি তারা সন্তুষ্ট, জানান অতিরিক্ত সচিব।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

4h ago