যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকেই শত্রুজ্ঞান করব: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১০টা ফিরাউনকে একত্রিত করলেও শেখ হাসিনার মতো এত দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না।

তিনি বলেন, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে, যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান মার্কেটে আনতে চাইছেন—আমরা তাকেই শত্রুজ্ঞান করব, যারা আওয়ামী লীগকে বন্ধুজ্ঞান করবে।

আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কসবা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা এই আয়োজন করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো ইনস্টিটিউশনের প্রতি আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেই, বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র-নাগরিকের সঙ্গে আওয়ামী লীগবিরোধী অবস্থান নিয়েছিল। তবে একইসঙ্গে আমরা এটিও বলতে চাই আপনারা (সেনাবাহিনী) জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত বলেন, আপনারা সংস্কার-সংস্কার বলছেন। কত দিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ স্পষ্ট করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হলে আমরা ধরে নেব, আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে।

প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চির দিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

6h ago