ইসরায়েলের অনুমোদন ছাড়া গাজায় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দেবেন না মাস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইলন মাস্ক সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় বৈঠক করেন। ফাইল ছবি: আভি ওহায়ন/জিপিও (ইসরায়েলের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া)
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইলন মাস্ক সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় বৈঠক করেন। ফাইল ছবি: আভি ওহায়ন/জিপিও (ইসরায়েলের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া)

ইসরায়েলের অনুমোদন ছাড়া গাজায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের সংযোগ দেবেন না ধনকুবের ইলন মাস্ক।

আজ সোমবার ইসরায়েলের যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এ বিষয়টি জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স এর একটি উদ্যোগ হল স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা দিতে পারে স্টারলিংক। ইন্টারনেট টার্মিনাল, যেমন রাউটার, টাওয়ার বা তারের প্রয়োজনীয়তা না থাকায় এটি সম্ভব হয়।

রয়টার্স জানিয়েছে, আজ সোমবার ইলন মাস্ক ব্যক্তিগত সফরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এসে পৌঁছেছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগের কার্যালয় রোববার জানায়, মাস্ক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করবেন।

এর আগে নেতানিয়াহু ১৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় মাস্কের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি এক্সে (টুইট) ছড়িয়ে পড়া ইহুদীবিদ্বেষ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মাস্ককে অনুরোধ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা ও ইহুদীবিদ্বেষের মাঝে সমন্বয় করার প্রক্রিয়া খুঁজে বের করার বিষয়টিও উল্লেখ করেন।

এক্সের এক পোস্টে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি মাস্ককে 'মূল সমস্যাটি বুঝতে পারার' জন্য অভিনন্দন জানান।

তিনি বলেন, 'স্টারলিংকের স্যাটেলাইটগুলোকে ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করতে হলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে হবে। এর মধ্যে গাজা উপত্যকাও অন্তর্ভুক্ত।' 

গত মাসের শেষের দিকে ইলন মাস্ক 'স্বনামধন্য' মানবিক সংস্থাগুলোকে গাজায় ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

সে সময় যোগাযোগমন্ত্রী শ্লোমো হুমকি দিয়ে জানান, মাস্ক এই উদ্যোগ নিলে ইসরায়েল স্টারলিংকের সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব বর্জন করবে। তিনি দাবি করেন, হামাসের যোদ্ধারা স্টারলিংকের সংযোগ ব্যবহার করে চলমান সংঘাতে সুবিধা আদায় করে নেবে। 

৭ অক্টোবর গাজায় হামাস হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা আর ২৪০ জন ইসরায়েলি ও বিদেশী নাগরিককে জিম্মি করে।

এই হামলার পর ইসরায়েল হামাসকে নির্মূল করার অঙ্গীকার নিয়ে টানা সাত সপ্তাহ ধরে গাজায় নিরবচ্ছিন্ন ও প্রতিশোধমূলক স্থল-বিমান হামলা চালাচ্ছে। গত শুক্রবার যুদ্ধ বিরতি শুরুর আগে পর্যন্ত এই হামলায় ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের ৪০ শতাংশই শিশু।

স্টারলিংকের এক অনুষ্ঠানে ইলন মাস্ক। ছবি: রয়টার্স
স্টারলিংকের এক অনুষ্ঠানে ইলন মাস্ক। ছবি: রয়টার্স

গত মাসে এই হামলার অংশ হিসেবে ইসরায়েল গাজার যোগাযোগ অবকাঠামো ধ্বংস করেছে এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বিনামূল্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেন ইলন মাস্ক।

নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন মতে, চলমান এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা পরিচালনা ও সমন্বয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্টারলিংকের ইন্টারনেট সেবা।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

9m ago