আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

লড়াইয়ের ভেতরেও আরও যত লড়াই

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল, মানে লড়াই চলব নীল-হলুদে। দলীয় লড়াইয়ের সমীকরণের মোড় ঘোরাবে ব্যক্তিগত আরও কিছু লড়াই

বিশ্বকাপ ফাইনাল

লড়াইয়ের ভেতরেও আরও যত লড়াই

india vs australia | লড়াইয়ের ভেতরেও আরও যত লড়াই

ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল, মানে লড়াই চলব নীল-হলুদে। দলীয় লড়াইয়ের সমীকরণের মোড় ঘোরাবে ব্যক্তিগত আরও কিছু লড়াই। ফাইনালের মহারণের আগে দেখে নেওয়া যাক এমন কিছু খণ্ড খণ্ড লড়াইয়ের কথা।

জস হ্যাজেলউড বনাম বিরাট কোহলি

ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরি করে বিরাট কোহলি রীতিমতো উড়ছেন। তবে ভারতের মাস্টার ব্যাটারের একটা ঘাটতি আছে জস হ্যাজেলউডের বিপক্ষে। ওয়ানডে অজি ডানহাতি পেসারের বিপক্ষে ৮৮ বল খেলে পাঁচবার আউট হয়েছেন তিনি। চলতি বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচেও হ্যাজেলউডের বলে ফেরেন কোহলি।

১০ ইনিংসের মধ্যে আটটা পঞ্চাশের বেশি রানের ইনিংস খেলে কোহলি আছেন দুরন্ত ছন্দে। কোহলিকে দ্রুত ফেরাতে পারলে অনেকটা এগিয়ে যাব অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শুরুর স্পেলে কাঁপিয়ে দিয়েছিলেন হ্যাজেলউড। এই পেসারের পারফরম্যান্স তাই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার।

রোহিত শর্মা বনাম মিচেল স্টার্ক

ওয়ানডে ক্যারিয়ারে ৩৩বার বাঁহাতি পেসারদের বলে আউট হয়েছেন রোহিত শর্মা। যার সবগুলোই ১০ ওভারের ভেতর। এই হিসাবে স্টার্ক রোহিতের জন্য বড় হুমকি। ভারত অধিনায়ক চলতি বিশ্বকাপে প্রথম ১০ ওভারেই তৈরি করে দিচ্ছেন খেলার গতি। এই সময়ে ১৩৩.০৮ স্ট্রাইকরেটে খেলছেন তিনি। রোহিতকে ফেরাতে হলে তাই স্টার্কের দিয়ে তাকিয়ে থাকতে পারে অজিরা।

গ্লেন ম্যাক্সওয়েল বনাম কুলদীপ যাদব

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে নিজেকে অন্য উচ্চতায় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিজে টিকে থাকলে একা হাতে খেলা বদলে দিতে পারেন তিনি। তবে ম্যাক্সওয়েলের আছে বাঁহাতি রিষ্ট স্পিনে দুর্বলতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাবরাইজ শামসির বলে বোল্ড হন তিনি। ম্যাক্সওয়েলকে ভোগান্তি দিতে ভারতের আছেন কুলদীপ যাদব। বাঁহাতি এই রিষ্ট স্পিনার আহমেদাবাদের উইকেটে ম্যাক্সওয়েলকে থামাতে বড় ভূমিকা রাখতে পারেন।

স্টিভেন স্মিথ বনাম রবীন্দ্র জাদেজা

চলতি বছর সব সংস্করণ মিলিয়ে স্টিভেন স্মিথকে মোট পাঁচবার আউট করেছেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইতে এবার গ্রুপ পর্বের ম্যাচেও স্মিথের হন্তারক ছিলেন জাদেজা। যদিও ওয়ানডেতে জাদেজার বিপক্ষে রেকর্ড ভালো স্পিথের। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম সেরা ভরসা স্মিথের সঙ্গে জাদেজার লড়াই বেশ জমতে পারে।

মোহাম্মদ শামি বনাম ডেভিড ওয়ার্নার

চলতি বিশ্বকাপে বাঁহাতি ব্যাটারকে প্রতি সাত বলের মধ্যে আউট করছেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার পাঁচবার ডানহাতি পেসারদের বলে আউট হলেও তাদের খেলছেন আগ্রাসী মেজাজে।  শামির সঙ্গে তাই ওয়ার্নারের ঝাঁজালো লড়াই হতে পারে।

Comments

The Daily Star  | English

Harris or Trump will inherit a mixed legacy in 2024 US election

Whoever triumphs in the election - Trump or Vice President Kamala Harris - will inherit the legacy of a Biden administration that made good on some promises, saw others swept off-course by events, and others still only partially fulfilled. Here's how Biden fared on the defining issues of his presidency.

2h ago