ছয় বোলারও খেলাতে পারে ভারত!
পাঁচ বোলার নিয়ে গোটা টুর্নামেন্টে খেলে দাপট দেখিয়েই ফাইনালে উঠেছে ভারত। একটা নির্দিষ্ট ছকে এগিয়েছেন রোহিত শর্মারা। তবে ফাইনালেও একই রকম সমন্বয় থাকার নিশ্চয়তা দিলেন না তিনি, বরং রেখে দিলেন রহস্য। এমনকি ছয় বোলার খেলারনোর সম্ভাবনাও উড়িয়ে দিলেন না ভারত অধিনায়ক।
ভারতের ব্যাটিং লাইনআপে এক থেকে পাঁচ একদম ফিক্সড। হার্দিক পান্ডিয়া চোটে পড়ে ছিটকে যাওয়ার পর ছয়ে নামছেন সূর্যকুমার যাদব। সাতে দেখা মিলছে রবীন্দ্র জাদেজার। এরপর আরও চার বিশেষজ্ঞ বোলার। তবে উইকেট ও কন্ডিশন বিবেচনায় আরেকজন বোলার বাড়ানো যায় কিনা এই আলাপ চলমান আছে।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক পর্যায়ে একজন বোলারের ঘাটতি চোখে পড়েছে। যদিও শামির বীরত্বে সেটা আর চিন্তার কারণ হয়নি। ফাইনালের আগের দিন একাদশ আর বোলিং সমন্বয় নিয়ে প্রশ্নে রোহিত জানান স্কোয়াডের সবাই খেলার জন্য তৈরি, 'স্কোয়াডের ১৫ জন থেকে যেকেউ খেলতে পারে। সবারই সুযোগ থাকবে। আমরা উইকেট দেখে ঠিক করব। উইকেট কন্ডিশন দেখে, শক্তি-দুর্বলতা বুঝে আমরা সিদ্ধান্ত নেব কোন ১১ জন খেলবে। সবাইকেই তৈরি রাখা হয়েছে।'
ছয় বোলার খেলাতে হলে হয় একজন ব্যাটারকেই বসাতে হবে। সেটা করলে কোপ পড়বে সূর্যকুমার যাদবের উপর। সূর্যকুমারের জায়গায় যদি অশ্বিনকে খেলানো হয় স্পিন অপশন একটি বাড়বে। তবে ব্যাটিং কিছুটা দুর্বল হবে। অশ্বিন যদিও ব্যাট করতে পারেন, ফাইনালের আগের দুদিন তাকে ব্যাটিংয়েই খাটতে দেখা গেছে বেশি। রোহিত জানান, সব পথই তাদের সামনে খোলা আছে। সব ক্রিকেটারই আছেন প্রস্তুত, 'সব পথই খোলা আছে। এখন কিছুই বলতে চাই না। যে কেউ যেকোনো সময় খেলতে পারে। একটা চোটের পর শামি ও সূর্যকুমার এসে নিজেদের কাজটা দারুণভাবে করছে।'
'সূর্যকুমার ব্যাট করার তেমন সুযোগ পায়নি। শামি শুরুতে বসেছিল, পরে এসে দুর্দান্ত করছে। সে ভেবে রিলাক্স হয়ে বসে থাকেনি। সবাই জানে সুযোগ কাজে লাগাতে হবে, এটা বিশ্বকাপ। সব সময় হয় না।'
Comments