ওয়ানডে ক্রিকেটকে দারুণ জায়গায় দেখছেন চ্যাপেল

ওয়ানডে ক্রিকেটকে দারুণ জায়গায় দেখছেন চ্যাপেল
ফাইল ছবি: রয়টার্স

ওয়ানডে ক্রিকেট কি হারিয়ে যাচ্ছে কিনা এই বিতর্ক কদিন আগেও ছিলো চড়া। এমনকি চলতি বিশ্বকাপ চলাকালীন অংশ নেওয়া ক্রিকেটারদের কাছেও গেছে এমন প্রশ্ন। তবে বিশ্বকাপ দেখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা গ্রেগ চ্যাপেল রায় দিচ্ছেন, ওয়ানডে ক্রিকেট এখনো জীবন্ত ও স্পন্দনশীল। দারুণভাবে এগিয়েও যাচ্ছে তা।

দেড়মাসব্যাপী বিশ্বকাপের আর বাকি আছে এক ম্যাচ। রোববার ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে ওয়ানডের উজ্জ্বল আগামীর কথাই বলেন চ্যাপেল,  'ওয়ানডে ক্রিকেট জীবন্ত ও স্পন্দনশীল। বিভিন্ন দিক থেকে এটি এগিয়ে যাচ্ছে। এই টুর্নামেন্টটি খুবই সফল। আগামী রোববারের পর সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা ফাঁকা ফাঁকা অনুভব করবে।'

চ্যাপেল এরপরই কথা বলেছেন ফাইনালের দুই প্রতিপক্ষ নিয়েই। অজি তারকার মতে ভারত যে মানের ক্রিকেট খেলছে তাতে তাদের তূণে যেন অস্ত্রের কোন অভাব নেই,  'ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। তাদের তূনে যেন অস্ত্রের অভাব নেই।'

২০০৩ সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেবার অজিরাই ছিল প্রবল শক্তিশালী। এবার চ্যাপেল এই জায়গা দিচ্ছেন ভারতকে। তার মনে হচ্ছে ৬ষ্ঠ শিরোপা জিততে বিশেষ কিছু করতে হবে অস্ট্রেলিয়াকে, 'বিশেষ কিছু নিজেদের ভেতর থেকে বের করা ভীষণভাবে নির্ভর করবে অস্ট্রেলিয়া দলের উপর। তারা যদি আট বিশ্বকাপ ফাইনালের মধ্যে ছয়টি জিতে নেয়, সেটা হবে অসাধারণ।'

ফাইনাল মঞ্চে কোহলির দিকেও নজর থাকবে চ্যাপেলের। কোহলিকে নিয়ে প্রশংসার যেন শেষ নেই তার,  'প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি করা বিরাট কোহলিকে দুর্দান্ত বললেও কম বলা হয়। লিটল মাস্টারকে ছাড়িয়ে এই কৃতিত্ব অর্জন তার পারফরম্যান্সের বিশালতাকে তোলে ধরে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago