আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে পঞ্চম পাকিস্তান

সেমির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ার দিনে শেষমেশ হারই মানতে হলো বাবর আজমদের। তাদের বিপক্ষে ৯৩ রানে জিতল আগের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে পঞ্চম পাকিস্তান

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে পঞ্চম পাকিস্তান
ছবি: এএফপি

রান তাড়ায় নামার আগেই পাকিস্তান জেনে গিয়েছিল, বিশ্বকাপ থেকে বিদায় তাদের নিশ্চিত। কীভাবে? সেমিফাইনালে উঠতে হলে কেবল ৬.৪ ওভারেই স্পর্শ করতে হতো ৩৩৮ রানের লক্ষ্য! নইলে নেট রান রেটে নিউজিল্যান্ডের পেছনেই পড়ে থাকতে হবে। কিন্তু প্রতি বলে ছক্কা হাঁকালেও তো ৪০ বলে ২৪০ রানের বেশি তোলা সম্ভব না!

সেমির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ার দিনে শেষমেশ হারই মানতে হলো বাবর আজমদের। তাদের বিপক্ষে ৯৩ রানে জিতল আগের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ইংলিশদের ৯ উইকেটে ৩৩৭ রানের জবাবে ২৪৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তখনও বাকি ছিল ম্যাচের ৩৭ বল। এই হারে পঞ্চম হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে ২০২৩ সালের বিশ্বকাপ শেষ করল পাকরা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

টানা দ্বিতীয় জয় পাওয়া ইংল্যান্ড রয়েছে সাত নম্বরে। গ্রুপ পর্বের নয় ম্যাচের সবকটি খেলে তাদের অর্জন ৬ পয়েন্ট। তারা নিশ্চিত করল বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থেকে আগামী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।

Comments

The Daily Star  | English

5 bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

Now