আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

তিন ব্যাটারের সেঞ্চুরির আক্ষেপে বিশ্বকাপ দেখল অনন্য ঘটনা

মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবুও ভারত পেয়েছে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ। এতে দুটি রেকর্ডও হয়ে গেছে। একটি বিশ্বকাপে এদিনই হয়েছে প্রথম।

তিন ব্যাটারের সেঞ্চুরির আক্ষেপে বিশ্বকাপ দেখল অনন্য ঘটনা

ভারত বনাম শ্রীলঙ্কা

মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোন ভারতীয় ব্যাটারই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবুও ভারত পেয়েছে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ। এতে দুটি রেকর্ডও হয়ে গেছে। একটি বিশ্বকাপে এদিনই হয়েছে প্রথম।

এক দলের তিনজন ব্যাটার ৮০ রানের বেশি করেছেন, কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেননি- বিশ্বকাপ এমন কিছু দেখলো এই ম্যাচেই প্রথম। শুবমান গিল সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতেই আউট হয়ে যান। গিলের মতো বিরাট কোহলিকেও দিলশান মাদুশাঙ্কা শিকার বানান। কোহলি ফিরে যান ৮৮ রানের ইনিংস খেলে। শ্রেয়াস আইয়ারও শেষের দিকে ঝড়ো ইনিংস খেলেন। যদিও আউট হয়ে যান ৫৬ বলে ৮২ রান করেই।

তিন ব্যাটারই আশির গণ্ডি পেরিয়ে সেঞ্চুরির সুবাস ছড়াচ্ছিলেন। কিন্তু কেউই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। বিশ্বকাপে আর কোন দলেরই সে অভিজ্ঞতা হয়নি। তবে বিশ্বকাপের বাইরে হয়েছে অনেকবার।

বিশ্বমঞ্চে আশির উপরে রান করে সেঞ্চুরির আক্ষেপে এক দলের তিনজন পড়ার অনন্য ঘটনা যেদিন ঘটেছে, সেদিন অবশ্য ভারত ৩৫৭ রানের আগে থামেনি। সেঞ্চুরি না পেলেও দলগতভাবের ভারতের কোন আফসোস থাকবে না তাই। সাধারণত বড় স্কোরগুলোতে সেঞ্চুরির ইনিংসের উপস্থিতি থাকতে দেখা যায়। মুম্বাইয়ে ভারতের ব্যাটিংয়ে কোন সেঞ্চুরির ইনিংস ছিল না, তারপরও তারা গড়েছে এত বড় স্কোর! বিশ্বকাপে কী তা এর আগে কোন দল পেরেছে?

না, পারেনি। সেঞ্চুরি ছাড়াই বিশ্বকাপে কোন দল সর্বোচ্চ রান তুলেছে এদিন। লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে ভারত ব্যাট থেকে এনেছে ৩৩৭ রান। এর আগে সেঞ্চুরি ছাড়া বিশ্বকাপে কোনো দল ইনিংসে সর্বোচ্চ ব্যাট থেকে রান পেয়েছে ৩৩০। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, ১৯৮৩ সালে পাকিস্তান সে ঘটনার কারিগর।

বিশ্বকাপের গণ্ডি বাদ দিলে ভারত অবশ্য পিছিয়ে যায় এই রেকর্ডে। ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই ইনিংসে সবচেয়ে বেশ রান তোলার রেকর্ডটা যে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের শতকবিহীন ব্যাট থেকে ৩৬১ রান আনার নজির আছে। সেটিও আবার দুটি ম্যাচে। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে একবার, আর ২০১৭ সালে বাংলাদেশেরই বিপক্ষে আরও একবার।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago