মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

‘বেতনের তুলনায় খরচ অনেক বেশি’

শ্রমিক আন্দোলন
রাজধানীর মিরপুর-১১ সেকশনে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: শাহীন মোল্লা/স্টার

বেতন বাড়ানোর পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নিয়ে রাজধানীর মিরপুর-১১ সেকশনের মূল সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় পোশাক কারখানা এপিলিয়নের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা।

সকাল ৮টার দিকে তারা টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন।

এরপর সাড়ে ৮টার দিকে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে তারা কালশীর রাস্তাও অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, আজ তারা তাদের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন।

তারা আরও জানান, তাদের দাবি সরকার ও প্রশাসনের কাছে।

শ্রমিকদের একজন ক্ষোভের সঙ্গে বলেন, 'আমরা বেতন বাড়ানোর দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। অথচ আমাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। কেউই আমাদের জীবনের মূল্য দিচ্ছে না।'

অপর এক শ্রমিক নাম প্রকাশ না করে ডেইলি স্টারকে বলেন, 'আমি প্রায় ১৬ বছর ধরে কাজ করতেছি। এখন আমি বেতন পাই সাড়ে ১৩ হাজার টাকা। এই টাকায় এখন কোনোভাবেই সংসার চালাতে পারতেছি না। বেতনের তুলনায় খরচ অনেক বেশি। বাসা ভাড়া দেওয়ার পর খাওয়ার টাকা ঠিক মতো থাকে না।'

অপর এক শ্রমিক বলেন, 'গার্মেন্টেসে অনেক পরিশ্রম। সেই অনুযায়ী এখন বেতন কম পাই। বাজারে সব জিনিসের দাম সহ্যের বাইরে চইল্যা গেছে। তাই আমরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছি।'

সকাল ৯টায় এই প্রতিবেদন তৈরির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরোধস্থল থেকে দূরে অবস্থান করতে দেখা যায়। তাদের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

Bangladesh opposes‘push-in’, seeks diplomatic solution with India: Home adviser

"India has been urged not to conduct push-ins but to follow established protocols"

6m ago