বেতন বাড়ানোর দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার দুপুর থেকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করে। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, দুপুরে শ্রমিকরা কোনাবাড়ি-কাশিমপুর সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বিকেল ৫টায় দ্য ডেইলি স্টারকে জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয়রা জানায়, বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ী শিল্পনগরে বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করছেন।

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

20m ago