বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে সৃষ্ট যানজট। ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে সিরক ও ফোল এভার বিডি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

গাজীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সিরক পোশাক কারখানা ও মহাসড়কের ছয়দানা এলাকায় ফোল এভার পোশাক কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করছেন।'

'এতে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এখনো প্রায় ১০ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে,' বলেন তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক হাসনা হেনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে।'

Comments

The Daily Star  | English

Two advisers, press secy still inside Milestone College

The government officials have been inside the campus since this morning

2h ago