আহত গাজাবাসীদের জন্য রাফাহ সীমান্ত কি খুলবে
মিশর ও গাজা সীমান্তের রাফাহ ক্রসিং দিয়ে প্রতিদিন সীমিত আকারে ত্রাণসামগ্রী ট্রাকে করে গাজায় যাচ্ছে। তবে আজ থেকে এই সীমান্ত আহত ফিলিস্তিনিদের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।
আজ বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মিশরের হাসপাতালগুলোতে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই সীমান্ত খুলে দেওয়া হতে পারে।
তবে এখনো সীমান্ত খোলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি জানায়, রাফাহ সীমান্তে অসংখ্য অ্যাম্বুলেন্স এসে জমায়েত হয়েছে। সংস্থাটি এক মিশরীয় চিকিৎসা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, 'সীমান্তে মেডিকেল টিম উপস্থিত থেকে আহতদের পরীক্ষা করবে। তারা নির্ধারণ করবে কাকে কোন হাসপাতালে পাঠানো হবে।'
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আরও জানান, রাফাহ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে উত্তর সিনাই উপদ্বীপে অবস্থিত শেখ জুয়ায়েদ শহরে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। সেখানে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেওয়া হবে।
আজ সকালে আল জাজিরার সাংবাদিকরা রাফাহ সীমান্ত থেকে জানিয়েছেন, বেশ কয়েকজন মানুষ রাফাহ ক্রসিংয়ের গেটের সামনে অপেক্ষা করছেন। বেশ কিছু অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়িও দেখা গেছে সেখানে।
Comments