কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ইওয়ামা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 'নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে উন্নত আশ্রয়কেন্দ্রের জন্য প্রকল্প'র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সোমবার তিনি এ অনুষ্ঠানে অংশ নেন বলে জাপান দূতাবাস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রকল্পটি ইউএনএইচসিআরের অংশীদারত্বে জাপান সরকারের দেওয়া অনুদানের আওতায় বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে ইওয়ামা কিমিনোরি বলেন, 'অরক্ষিত শরণার্থী পরিবারের জন্য আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাসহ অনুরূপ সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য একটি নিরাপদ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে এবং বাংলাদেশের সামাজিক দুর্বলতা কাটিয়ে উঠতে অবদান রাখব বলে আশা করছি।'

তিনি ক্যাম্পের আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের ছয় বছরে বিষয়টির দিকে দৃষ্টি দেওয়া বিশ্ব সম্প্রদায়ের জন্য অপরিহার্য, যখন বিশ্বের বিভিন্ন স্থানে জরুরি অবস্থা চলছে। জাপান রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের লক্ষ্যে কাজ করা অব্যাহত রাখবে এবং একইসঙ্গে বাংলাদেশ ও স্বাগতিক দেশগুলোকেও এ কাজে সহায়তা করবে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

25m ago