১ সপ্তাহ পরে রোহিঙ্গাদের একই ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের পাঁচ নম্বর ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উখিয়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উখিয়া উপজেলায় একই ক্যাম্পের বি ব্লকে গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে আবারও আগুন লেগে যায়। প্রথমে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আগুন নেভানোর চেষ্টা করে। উখিয়া স্টেশনের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে অন্তত আটটি আশ্রয়কেন্দ্র পুড়ে গেছে।'

শফিকুল বলেন, 'কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।'

প্রসঙ্গত, গত ১৫ দিনে ক্যাম্পে অন্তত তিনবার আগুন লেগেছে। এক সপ্তাহ আগে ৬ জানুয়ারি একই ক্যাম্পে আগুন লেগে অন্তত এক হাজার ঘর পুড়ে যায়।

অনেক রোহিঙ্গা পরিবার এখনো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

44m ago