আরিচা ঘাটে ফেরি থেকে নামার পর পাথর বোঝাই ট্রাক নদীতে

‘পাথর আনলোড করে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’
নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের পাশে নদীতে পড়ে যায় ট্রাকটি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটে ফেরি থেকে নামার পর পাথর বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকটি পাবনার কাজিরহাট ঘাট থেকে ফেরি 'শাহ আলী'তে উঠে। ফেরিটি নদী পার হয়ে মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে দাঁড়ায়। পাথর বোঝাই ট্রাকটি ফেরি থেকে নেমে ঘাটের ঢাল উঠতে ব্যর্থ হয়ে পেছন দিকে যেতে থাকে। একপর্যায়ে ট্রাকটি কাত হয়ে পন্টুনের পাশে নদীতে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত মানুষ ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), আরিচা ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাথর আনলোড করে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago