মানিকগঞ্জে কুকুর-বিড়াল-শিয়ালের কামড়ে ৬ ঘণ্টায় আহত ৭৫

আহতরা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি: স্টার

মানিকগঞ্জ জেলা শহরে ৬ ঘণ্টায় কুকুরের কামড়ে অন্তত ৫৫ জন আহত হয়েছে। এছাড়া, আরও ১৯ জনকে বিড়াল এবং একজনকে শিয়ালে কামড় দিয়েছে।

আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুকুর, বিড়াল ও শিয়ালের কামড়ে আহত নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ ৭৫ জন মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের ভ্যাকসিন ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের বেশিরভাগ মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।

আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন বলেও জানান তিনি। 

ওই এলাকায় গিয়ে দেখা গেছে, আহতদের মধ্যে কারও হাতে আবার কারও পায়ে কুকুর কামড় দিয়েছে।

কুকুরের কামড়ে আহত সেওতা এলাকার কবরস্থানের পরিচ্ছন্নকর্মী ঘটু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'আমি সকাল ১০টার দিকে কবরস্থান পরিষ্কার করছিলাম। এমন সময় একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। পরে আমি দুই হাত দিয়ে কুকুরের মুখ টেনে ছাড়াই। এতে ক্ষিপ্ত হয়ে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে যায়।'

আরেক ভুক্তভোগী সালেহা বেগম বলেন, 'আমি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি। সেওতা এলাকায় ভিক্ষা করার সময় একটি কুকুর এসে আমার পায়ে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।'

জানতে চাইলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে ২-৩টি কুকুর আমার ওয়ার্ডের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ কমপক্ষে ৪০ জনকে কামড় দিয়েছে। এছাড়াও সড়কে চলাচলরত মানুষদেরও কামড়াচ্ছে। এলাকার মানুষসহ পৌরসভার লোকজন কুকুরগুলোকে ধরার চেষ্টা করছে।'

যোগাযোগ করা হলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'কুকুর, বিড়াল ও শেয়ালের কামড়ের রোগিদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কাউকে ভর্তি করার প্রয়োজন হয়নি।'

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

3h ago