নয়নাভিরাম হাইওয়ে ধরে মুম্বাইতে বাংলাদেশ দল
পুনে আর মুম্বাই কাছাকাছি শহর। মহারাষ্ট্রের পিঠাপিঠি দুই শহরের মধ্যে দেড়শো কিলোমিটার দূরত্ব পার হতে গাড়ির পথে লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। কিন্তু ফ্লাইটে আসতে গেলে আনুষ্ঠানিকতা পেরিয়ে সময় লেগে যায় আরও বেশি। বাংলাদেশ দল তাই আইসিসির ব্যবস্থাপনায় পঞ্চম ম্যাচের ভেন্যুতে এলো বাসে করে।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে লড়াইবিহীন হারের পর মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বাংলাদেশ দল। তবে এরমধ্যে ডুবে না থেকে পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হচ্ছে।
শুক্রবার দুপুরে পুনে থেকে রওয়ানা দিয়ে দিনের আলো থাকতেই মুম্বাই এসে পৌঁছান সাকিব আল হাসানরা। পুনে-মুম্বাই হাইওয়ে ভারতের অন্যতম সুন্দর রাস্তাগুলোর একটি। পাহাড় ঘেরা আট লেনের রাস্তা মনকে সতেজ করে দিতে বাধ্য।
পথের প্রকৃতি দেখতে দেখতে ক্রিকেটাররা এলেন মুম্বাইতে। আগামী ২৪ অক্টোবর বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে নামার আগেই ওয়াংখেড়ে ম্যাচ খেলছে। শনিবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
শুক্রবার দিনটি ভ্রমণ ও আর বিশ্রামে পার করে দেওয়ার পর শনিবারও বিশ্রাম নেবে বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্রামের দিন শনিবার ম্যাচে ব্যস্ত থাকবে প্রতিপক্ষ প্রোটিয়ারা।
রোববার ওয়াংখেড়েতে দুপুর ২টা থেকে অনুশীলন আছে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের আগের দিন ফ্লাড লাইটের আলোয় সারা হবে প্রস্তুতি। মুম্বাইতে এর আগে একবারই খেলেছিল বাংলাদেশ দল। ১৯৯৮ সালে স্বাগতিকদের সঙ্গে সেই ম্যাচ হেরেছিল ৫ উইকেটে।
Comments