গাজার পরিস্থিতি ভয়াবহ, শিশুদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই: ইউনিসেফ

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আহত শিশুর মরদেহ কোলে এক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স

গাজার কোনো জায়গাই এখন শিশু ও পরিবারের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অফিসের মুখপাত্র সেলিম ওয়েইস।

গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়ে আজ বুধবার এ কথা বলেন তিনি।

ইউনিসেফের মুখপাত্র বলেন, হাসপাতালে হামলার ঘটনা ভয়াবহ ও অগ্রহণযোগ্য।

'এখন গাজায় শিশু ও পরিবারের জন্য নিরাপদ কোনো জায়গা নেই। আমরা গত ১০ দিনে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু করেছি। এখন প্রয়োজন শত্রুতা বন্ধ করা, একটি মানবিক করিডোর খোলা এবং প্রয়োজনীয় জিনিসপত্র যাতে নিরাপদে সরবরাহ করা যায় তার গ্যারান্টি দেওয়া,' আল জাজিরাকে বলেন তিনি।

অন্যদিকে জাতিসংঘের সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড বলেছেন, গাজায় যুদ্ধ যত দীর্ঘ হবে, হাসপাতালে হামলার মতো ঘটনা ঘটার সম্ভাবনা তত বেশি। এর ফলে 'অত্যন্ত বিপজ্জনক' পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

Comments

The Daily Star  | English
Constitution Reform Commission

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

1h ago