গাজার জন্য ২৭ টন ত্রাণ পাঠাচ্ছে রাশিয়া

গাজাবাসীদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে সীমান্ত খোলার অপেক্ষায় ট্রাক। ছবি: রয়টার্স
গাজাবাসীদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে সীমান্ত খোলার অপেক্ষায় ট্রাক। ছবি: রয়টার্স

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য ২৭ টন মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইলিয়া দেনিসভ এক বিবৃতিতে বলেন, 'মস্কোর কাছাকাছি অবস্থিত রামেনস্কোয়ে বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজ মিশরের এল-আরিশের উদ্দেশে রওনা হয়েছে। রুশ ত্রাণ সামগ্রীগুলো মিশরের রেড ক্রিসেন্টের কাছে তুলে দেওয়া হবে। তারা এগুলোকে গাজা উপত্যকায় পৌঁছানোর ব্যবস্থা নেবে।'

রুশ উপমন্ত্রী দেনিসভ জানান, ত্রাণসামগ্রীর মধ্যে আছে 'আটা-ময়দা, চিনি, চাল ও পাস্তা।'

রাফাহ সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রাথমিকভাবে সর্বোচ্চ ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় যেতে পারবে। যা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

ইসরায়েল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন জানান, শুক্রবার থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারবে।

 

Comments