ইসরায়েলের ধ্বংস চায় হামাস: ব্লিঙ্কেন, আইএসের মতো হামাসকেও ধ্বংস করা হবে: নেতানিয়াহু

তেল আবিবে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের উদ্দেশ্য একটাই- ইসরাইলকে ধ্বংস করা এবং ইহুদিদের হত্যা করা।

আজ বৃহস্পতিবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, 'যারা শান্তি ও ন্যায়বিচার চান, তাদের অবশ্যই হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানো উচিত।'

তবে তিনি সতর্ক করেছেন যে, প্রতিটি জাতিকে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সাবধানতা অবলম্বন করতে হবে।

অপরদিকে সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেনের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেছেন, 'হামাস হলো আইএস। যেভাবে আইএসকে ধ্বংস করা হয়েছিল, হামাসকেও সেভাবেই ধ্বংস করা হবে।'

তিনি বলেন, 'হামাসকে প্রতিটি জাতির দ্রুত প্রত্যাখ্যান করা উচিত। তাদের কোনো নেতার সঙ্গে সাক্ষাত, কোনো দেশে তাদের আশ্রয় দেওয়া উচিত নয়। যারা এগুলো করবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত।' 

এসময় বিঙ্কেন জানান যে, ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ২৫ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। 

তিনি বলেন, 'ইসরায়েলের জন্য আরও মার্কিন সামরিক সহায়তা আসছে।'

চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েলে হামলা চালানোর আগে যেকোনো রাষ্ট্র ও অ-রাষ্ট্রীয় নেতাদের সতর্ক করে বিঙ্কেন বলেন, 'এটা করতে যাবেন না, কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে আছে।'

ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু বলেন, 'আমাদের সাহসিকতার জয় হবেই।'

Comments

The Daily Star  | English

Reform panels aim to ensure power balance

Police Reform Commission may recommend allowing police to use only non-lethal weapons in crowd control to prevent loss of lives

12h ago