আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

এত বেশি ছক্কা মারার কথা কখনোই ভাবেননি রোহিত

তার মতো ক্লাসিক্যাল ঘরানার ব্যাটারদের আর যাই হোক ছক্কার রেকর্ডের সঙ্গে মেলানো যায় না। কিন্ত রোহিত ছক্কা মারায় এতটাই দক্ষ যে তার এখন সর্বোচ্চ পর্যায়ে বিশাল এক স্বীকৃতিও মিলে গেছে।

এত বেশি ছক্কা মারার কথা কখনোই ভাবেননি রোহিত

রোহিত শর্মা
ছবি: এএফপি

ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম— সর্বোচ্চ ছক্কার তালিকায় এসব নাম দেখুন। আর সবার উপরের নামটাও দেখুন— রোহিত শর্মা। তার মতো ক্লাসিক্যাল ঘরানার ব্যাটারদের আর যাই হোক ছক্কার রেকর্ডের সঙ্গে মেলানো যায় না। কিন্ত রোহিত ছক্কা মারায় এতটাই দক্ষ যে তার এখন সর্বোচ্চ পর্যায়ে বিশাল এক স্বীকৃতিও মিলে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক যদিও বিনয়ের সঙ্গে বলছেন, কখনোই ভাবেননি এরকমভাবে ছক্কা মারতে পারবেন।

গতকাল বুধবার দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নাভিল উল হককে ছক্কা মেরে গেইলকে ছাড়িয়ে যান রোহিত। সেটিও ট্রেডমার্ক পুল শটে। রোহিতের ছক্কা বললে প্রথমে এই পুল শটের কথাই কি মনে পড়ে না! ম্যাচ শেষে বিসিসিআই টিভিকে রোহিত বলেছেন নিজের ভাবনা, 'যখন খেলা শুরু করেছি, আমি কখনোই ভাবিনি যে এরকমভাবে ছক্কা মারতে পারব, এত বেশি ছক্কা তো অনেক দূরের কথা। অবশ্যই, অনেক পরিশ্রম গেছে এর পেছনে।'

ইউনিভার্স বস খ্যাত গেইলকে ছাড়িয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা খুশিই হয়েছেন বলে মনে করছেন রোহিত, 'ইউনিভার্স বস হচ্ছেন ইউনিভার্স বস। বছরের পর বছর ধরে আমরা তাকে দেখেছি, যেখানে খেলেন, সেখানেই কী দুর্দান্ত "সিক্স-হিটিং মেশিন" (ছয় মারার যন্ত্র) তিনি।'

'আমরা একই জার্সি পরি— নাম্বার ফোর্টি ফাইভ (৪৫)। আমি নিশ্চিত, এ কারণেও তিনি খুশি যে একজন জার্সি নাম্বার ৪৫ এটা করেছে (রেকর্ড ভেঙেছে)।'

এক্স নেটওয়ার্কে (সাবেক টুইটার) নিজের স্বীকৃত পেজে রোহিতকে অভিনন্দন জানিয়ে গেইল লিখেছেন, '৪৫ স্পেশাল।' ভারতের অধিনায়কও মজার উত্তর দিয়েছেন, 'জার্সির পেছনে ৪ ও ৫, তবে আমাদের প্রিয় সংখ্যা ৬।'

রেকর্ডটার মালিক হতে গেইলের চেয়ে ৩০ ম্যাচ কম লেগেছে রোহিতের। ৪৫৩ ম্যাচে এখন ভারতের ডানহাতি ওপেনারের ৫৫৬টি ছক্কা, আর ক্যারিবিয়ান কিংবদন্তির ৪৮৩ ম্যাচে ৫৫৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশর বেশি ছক্কা এই দুজন বাদে আর কারও নেই।

টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ ছক্কা রোহিতের। তার ১৮৩ ছক্কার পেছনে ১৭৩ ছক্কা নিয়ে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। টি-টোয়েন্টিতে আর কোনো ব্যাটারের ১৫০টির বেশি ছক্কা নেই। ২৫৩ ম্যাচে ২৯৭ ছক্কা নিয়ে ওয়ানডেতে রোহিত আছেন তৃতীয় স্থানে। তার উপরে গেইল ও আফ্রিদি। ৩৯৮ ম্যাচে আফ্রিদির ছয় ৩৫১টি, ৩০১ ম্যাচে গেইল ছয় মেরেছেন ৩৩১টি। টেস্টে রোহিত এখনও আছেন বেশ পিছিয়ে। লাল বলের সংস্করণে তার ছক্কা ৭৭টি, সর্বোচ্চ বেন স্টোকসের ১২৪টি।

পরিসংখ্যানের দিকে অত নজর দেন না রোহিত। তবে মানছেন যে এটি তার জন্য আনন্দের বিষয়, 'আমি এমন মানুষ যে এখানেই সন্তুষ্ট হব না। যা করছি, তা আমি চালিয়ে যেতে চাই। আমার নজর সেদিকে। তবে হ্যাঁ, এটা একটা ছোট্ট আনন্দদায়ক মূহুর্ত আমার জন্যে।'

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

10h ago