‘মুজিব’ বায়োপিক: আরিফিন শুভকে নিয়ে যা বললেন চঞ্চল ও বাবু

মুজিব বায়েপিকের অভিনয়শিল্পীরা। ছবি: স্টার

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে গিয়ে আরিফিন শুভ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাতে মুগ্ধ সহশিল্পীরা। 

সিনেমাটি মুক্তি উপলক্ষে গতকাল রাতে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সেই কথাই তুলে ধরেন সহশিল্পীরা।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফুর রহমান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী বললেন, 'সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ, সিনেমাটিতে শুভর যে চেষ্টা, সেটা সত্যিই প্রশংসনীয়। অভিনেতার জন্য অনেক বড় চাপ, যখন কোনো বায়োপিকে বিখ্যাত কোনো মানুষের চরিত্রে অভিনয় করা হয়। পুরো সিনেমাটি আমরা দেখব, আশা করি ভালো লাগবে।' 

বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ

২০২১ সালে সিনেমাটির শুটিং দিনের কথা স্মরণ করে চঞ্চল চৌধুরী বলেন, 'আজকে এই অনুষ্ঠানে আসার আগেও সেই সময়ের বিভিন্ন ছবি ঘেঁটে দেখছিলাম। মাঝে দুই বছর কাটল, আমরা অপেক্ষায় ছিলাম, কবে সিনেমাটি আমরা দেখতে পাব? কারণ বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রথম এত বড় আকারে একটি কাজ, যেখানে বাংলাদেশ ও ভারত যুক্ত আছে। ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল সিনেমাটি বানিয়েছেন। প্রথম ২০ দিন শুটিং করে আমি দেশে ফিরে এসেছিলাম। পরে আবার গিয়ে শুটিং করেছি। একজন মানুষ একটা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই সত্যি ইতিহাস কিছুটা আমরা দেখতে পাব সিনেমাটিতে।' 

সিনেমাটিতে খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরিফিন শুভর বিষয়ে তিনি বলেন, 'আমি আপনাদের আশ্বস্ত করছি, শুভ সিনেমাটিতে অত্যন্ত ভালো অভিনয় করেছে। বায়োপিকে অভিনয় করা আসলেই ভীষণ কঠিন কাজ। শুভ সেই কঠিন কাজটিই করেছে তার সর্বাত্মক চেষ্টা দিয়ে।'

বঙ্গবন্ধুর চরিত্রের অভিনেতা আরিফিন শুভ বলেন, 'চঞ্চল ভাই বলছিলেন যে, বায়োপিকে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য কঠিন। আর বাবু ভাই তো বললেন যে, ছোটখাটো-মাঝারি খন্দকার মোশতাকরা তো এখনো আছেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের একটি চরিত্র। এই আবেগের কারণে অনেক খন্দকার মোশতাকরা আবার অনেক কিছু বলে।'

তিনি আরও বলেন, 'একটা কথা বলতে চাই, এই সিনেমায় যদি আমাকে পাসিং শটের জন্যও নেওয়া হতো অথবা স্পট বয়ের কাজও দিত, সেটিও আমার জন্য শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করা। এ ছাড়া জাতির পিতাকে নিয়ে একটা সিনেমা হয়েছে, তার অংশ হওয়াটাও অনেক বড় বিষয়।'

আগামী শুক্রবার সারা দেশের ১৫৩টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমা। 

শ্যাম বেনেগাল নির্মিত 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার জীবনের একটি পর্যায়ের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয়শিল্পী।

আরিফিন শুভ। ছবি: স্টার

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

8h ago