আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

'আমাদের ভালো পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি'

পরিকল্পনা ভালো থাকলেও তা বাস্তবায়ন করতে পারেননি টাইগাররা

'আমাদের ভালো পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি'

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। ব্যর্থ ব্যাটাররাও। তাতে ইংল্যান্ডের বিপক্ষে বড় হারই মানতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু ইংল্যান্ড হারানোর মতো ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। কেবল তা বাস্তবায়ন করতে না পারার কারণেই হেরেছেন টাইগাররা। 

এদিন টস জিতেছিল বাংলাদেশই। কিন্তু ব্যাটিং স্বর্গে ফিল্ডিং বেছে নেন সাকিব। ধর্মশালার ঠাণ্ডা আবহাওয়ায় শুরুতে চেপে ধরাই ছিল লক্ষ্য। আগের রাতে বৃষ্টিও হয়েছিল বেশ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো টাইগারদের ধারহীন বোলিংয়ে সাবলীল ব্যাটিংয়ে ৩৬৫ রানের বড় লক্ষ্যই দাঁড় করায় ইংল্যান্ড। সে লক্ষ্য তাড়ায় বাংলাদেশ হেরেছে ১৩৭ রানে

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারের কারণ ব্যাখ্যা করে সাকিব বলেন, 'টস জেতাটা ভালো ছিল, তখন আবহাওয়া ঠাণ্ডা ছিল। গতকাল রাতে কিছুটা বৃষ্টিও হয়েছে। আমরা শুরুটা ভালো করিনি, বিশেষ করে প্রথম দশ ওভারে। আপনি যখন তাদের সুযোগ দেন তারা সবসময় আপনার উপর চড়াও হয়ে ওঠে। আমরা দৃঢ়ভাবে ফিরেছিলাম। তবে একটু দেরি হয়ে যায়।'

পরিকল্পনা ভালো থাকলেও তা কার্যকর করতে ব্যর্থ হওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখতে পারেননি বলে মন্তব্য করেন টাইগার অধিনায়ক, 'আপনি যখন দশ ওভারে চার উইকেট হারান, আপনি সাড়ে তিনশ রান তাড়া করতে পারবেন না। আমাদের একটি খুব ভালো পরিকল্পনা ছিল, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। আমরা এখানে-সেখানে ছিলাম। প্রথম পাঁচ-ছয় ওভারে বল সুন্দর সুইং করছিল। তখন সঠিক জায়গায় বল রাখা এবং গতিবেগ তৈরি করা প্রয়োজন ছিল। কিন্তু তখন মোমেন্টাম চলে যায় ইংল্যান্ডের পক্ষে।'

তবে প্রথমে ব্যাটিংয়ে নেমে যেভাবে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড, তাতে ৪০০ রান হওয়া অসম্ভব কিছু ছিল না। শেষ ১০ ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ৬৫ বলে কেবল ৭০ রান খরচ করে টাইগাররা। এ সময়ে উইকেট তুলে নেয় ৭টি। তবে ঘুরে দাঁড়ানোটা বেশ দেরি হয়ে যায় বলে মনে করেন সাকিব। তবে লম্বা টুর্নামেন্টে নিজেদের ম্যাচের ইতিবাচক দিকগুলোতে মনোযোগী হতে চান অধিনায়ক। 

'আমি মনে করি তারা যে অবস্থানে ছিল, তাতে ৩৮০-৩৯০ স্কোর করতে পারত, আমরা তাদের ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। কিন্তু আমি মনে করি এখানে ৩২০ রান তাড়া করতে পারলে ভালো হতো। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট, চেন্নাইয়ে আমাদের একটি কঠিন ম্যাচ আসছে, নিউজিল্যান্ড ভালো খেলছে। আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যে সমস্ত ইতিবাচক কাজ করছি সে সম্পর্কে চিন্তা করতে হবে, বলেন সাকিব।

Comments

The Daily Star  | English

3 IUT students die, 15 injured as picnic bus electrocuted in Gazipur

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

46m ago