আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

রাতে ভারি বৃষ্টির পর সকালে ধর্মশালায় ঝলমলে আলো

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড। সকাল সোয়া সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশ ছিল পরিস্কার। ঝলমলে রোদে জনজীবনও স্বাভাবিক।

ধর্মশালা থেকে

রাতে ভারি বৃষ্টির পর সকালে ধর্মশালায় ঝলমলে আলো

Dharamsala
রাতে বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ পরিস্কার। ছবি: একুশ তাপাদার/স্টার

গত কদিন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ধৌলাধর পাহাড় হয়ে উঠত ঝলমলে। এদিন কিছুটা ব্যতিক্রম। আগের রাতের ভারি বৃষ্টির পর সূর্যের সকালের তেজ পেতে কিছুটা দেরি হলো। তবে রোদ উঠল মিষ্টি আবেশ নিয়ে, আলো পড়ল শুভ্র পাহাড়ের গায়ে। রোদ আর মনোরম আবহাওয়া আভাস দিচ্ছে, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে নেই তেমন শঙ্কা।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড। সকাল সোয়া সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আকাশ ছিল পরিস্কার। ঝলমলে রোদে জনজীবনও স্বাভাবিক।

তবে রাতের বৃষ্টির পর তাপমাত্রা আরও কিছুটা কমেছে। পথঘাটে ভেজা ভাব প্রকৃতিকে করেছে আরও কোমল। আবহাওয়ার পূর্বাভাস বলছে দিনের বাকি সময়ে কখনো মেঘলা ভাব দেখা দিতে পারে, হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই।

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশনের দৃষ্টিনন্দন মাঠের আউটফিল্ড গত কদিন ধরে প্রশ্নবিদ্ধ হচ্ছে, পড়েছে তুমুল সমালোচনায়। আউটফিল্ড ভারি হলেও এই মাঠের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আধুনিক। বৃষ্টি হলেও মাঠ শুকাতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই।

আবহাওয়া ভেজা ও কোমল হওয়ায় এই ম্যাচে একাদশে পড়তে পারে প্রভাব। প্রাধান্য পেতে পারেন পেসাররা। নিচের দিকের একজন বাড়তি ব্যাটার কমিয়ে চার পেসার খেলানোর সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ নেয় কিনা তাও হবে কৌতূহলের।

সাধারণত ভেজা আবহাওয়ায় পেসাররা পান বাড়তি সুবিধা। সিম মুভমেন্ট, স্যুইংয়ের সঙ্গে বাড়তি বাউন্স শুরুতে ব্যাটারদের দিতে পারে কঠিন সময়।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

3h ago