নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড

নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিব-শাহজাহানসহ ১৫ জনের ৪ বছরের কারাদণ্ড
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান | ছবি: সংগৃহীত

নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানসহ ১৫ জনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সূত্র জানিয়েছে, অগ্নিসংযোগ ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার—দুটি ধারায় মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন।

পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অপরাধে আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া অগ্নিসংযোগ করার অপরাধে আসামিদের আরও দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্র আরও জানিয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন—মোহাম্মদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago