নাজিয়া হক অর্ষা

‘হাসান আজিজুল হকের গল্প নিয়ে কাজ হচ্ছে শুনেই সিনেমায় রাজি হয়ে যাই’

নাজিয়া হক অর্ষা। ছবি: সংগৃহীত

১৫ বছর ধরে পেশাদার অভিনয়ের সঙ্গে যুক্ত নাজিয়া হক অর্ষা সম্প্রতি 'একাত্তর করতলে ছিন্নমাথা' নামে একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক গ্রন্থ 'একাত্তর করতলে ছিন্নমাথা' অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরও।

'একাত্তর করতলে ছিন্নমাথা' পরিচালনা করেছেন রফিকুল রহমান রাসেল। অর্ষা এখানে অভিনয় করেছেন একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভূমিকায়, যার বাড়ি ওপার বাংলায়।

নতুন এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অর্ষা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসান আজিজুল হক স্যারের গল্প নিয়ে ছবি হচ্ছে শুনেই সিনেমায় রাজি হয়ে যাই। দ্বিতীয়ত, এই ছবিতে আসাদুজ্জামান নূর ভাই আছেন। আর মুক্তিযুদ্ধের গল্প বলে আলাদা একটা আবেগ তো ছিলই।'

অর্ষার ভাষ্য, ছবিটির জন্য হাসান আজিজুল হকের মূল রচনা খুব একটা পরিবর্তন করা হয়নি। ছবিতে তার নিজের অংশটুকুর শুটিং শেষ হয়েছে বলেও জানান তিনি। বলেন, 'বেশ ভালো হয়েছে কাজটুকু।'

আসাদুজ্জামান নূরের মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা 'অসাধারণ' মন্তব্য করে অর্ষা আরও বলেন, 'কত বড় মাপের একজন অভিনেতা তিনি! আগে কখনো তার সঙ্গে কাজ করা হয়নি। তাই এক ধরনের ভালোলাগা ছিল, উচ্ছ্বাস ছিল।'

তবে আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয় করতে গিয়ে খানিকটা নার্ভাসনেসও কাজ করেছে বলে জানান অর্ষা। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার নার্ভাসনেস তিনি বুঝতে পেরেছিলেন। তারপর আমাকে এতটাই সহজ করে নিলেন যে আমি মন দিয়েই অভিনয়টা করতে পেরেছি। আমি ভাবতেও পারিনি যে তার কাছ থেকে এতটা সহযোগিতা পাব। তিনি কোআর্টিস্টদের সঙ্গে শতভাগ ফ্রেন্ডলি হয়ে মিশেছেন।'

এর পাশাপাশি জনপ্রিয় এই অভিনেতার সময়ানুবর্তিতা নিয়েও নিজের মুগ্ধতা প্রকাশ করেন অর্ষা। বলেন, 'এত পাংচুয়াল একজন মানুষ তিনি! তার কাছ থেকে আমরা অনেককিছু শিখেছি। শুটিংয়ের অবসরে দারুন আড্ডাও দিয়েছি।'

নাজিয়া হক অর্ষা শোবিজের সঙ্গে যুক্ত আছেন ২০০৯ সাল থেকে। তার শুরুটা হয় 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতা দিয়ে। এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। তার অভিনীত  আলোচিত একটি ওয়েব সিরিজ 'নেটওয়ার্কের বাইরে'। সম্প্রতি পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।

সবমিলিয়ে নতুন চলচ্চিত্র 'একাত্তর করতলে ছিন্নমাথা' সম্পর্কে তার মূল্যায়ন হলো—এটি একটি সাকসেসফুল প্রোডাকশন হয়েছে। ছবির একজন অভিনয়শিল্পী হিসেবে এটা আনন্দের। ।

অর্ষা অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র '১৯৭১-সেই সব দিন' মুক্তি পেয়েছে সম্প্রতি। এই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

2h ago