নাটোরে উদীচীর কর্মী সভা

নাটোরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মী সভা। জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীতের মধ্যে দিয়ে শুরু হওয়া সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম হাবীব, প্রবীর সরদার ও জুলফিকার আলী গোলাপ।

বক্তারা সংগঠনের প্রতিষ্ঠা, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণ-আন্দোলনে উদীচীর ভূমিকা, প্রগতিশীল চেতনা, লক্ষ্য-উদ্দেশ্য ও বর্তমান সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজ পরিবর্তনের প্রথম হাতিয়ার সাংস্কৃতিক বিপ্লব। আর এই চেতনার পথিকৃৎ হিসেবে দেশ ও দেশের বাইরে এগিয়ে চলেছে উদীচী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত, একক ও দলীয় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা।

উদীচীর নাটোর জেলা সংসদের সদস্য সচিব আলতাফ হোসেনের সঞ্চালনায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের আহ্বায়ক বুলবুল আহমেদ।

Comments

The Daily Star  | English
BDR massacre

BDR Massacre: Commission may ask for Hasina extradition or question her in India

"It is not enough to say that India is involved; evidence must be presented in support of it"

4h ago