ইইউর চিঠির উত্তরে যা জানাল নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: বাসস
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: বাসস

চলতি বছরের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফরকারী ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের মূল্যায়নের ওপর ভিত্তি করে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এ চিঠিতে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণের জন্য অনুকূল নয় বলে নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর কথা জানায় ইইউ।

গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই চিঠির উত্তর দিয়েছেন।

চিঠিতে তিনি জানান, 'বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানো সংক্রান্ত ১৯ সেপ্টেম্বরের চিঠিটি পেয়েছি। আমি এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জানাতে চাই, সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। সরকারও একই লক্ষ্য অর্জনে তাদের অঙ্গীকারের বিষয়টি বারবার উল্লেখ করছে।'

তিনি আরও জানান, 'তা সত্ত্বেও, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি দেশে ও দেশের বাইরে আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। তবে সিদ্ধান্ত যেমনই হোক, আমি বিশ্বাস করি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন সংসদীয় নির্বাচনকে মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য করে তুলতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।'

এ বিষয়গুলোর দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে ইইউকে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

২০১৮ সালের জাতীয় নির্বাচনেও পর্যবেক্ষণ দল পাঠায়নি ইইউ।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

41m ago