সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি না করায় ১০৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্য, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আলু, ডিম, পেঁয়াজ,
ভোক্তা অধিকারের অভিযান। ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত দামে নিত্যপণ্য বিক্রি না করায় ১০৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯৮ লাখ ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার রাজধানীসহ ৪২টি জেলায় একযোগে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সারাদেশে ৪৪টি টিম ৫৮টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ১০৮টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখাতে বাজার অভিযান অব্যাহত থাকবে।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

11m ago