ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৪
ব্রাজিলের উত্তরাঞ্চলের অ্যামাজোনাস রাজ্যের পর্যটন কেন্দ্র বারসেলোসে ঝড়ো আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করতে যেয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় দুই ক্রু সহ ১৪ যাত্রীর সবাই নিহত হন।
আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।
রাজ্যের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে অবস্থিত বারসেলোস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
অ্যামাজোনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিউস আলমেইদা এক সংবাদ সম্মেলনে জানান, ছোট উড়োজাহাজটি ভারী বৃষ্টিপাত ও কম আলোর মধ্যে অবতরণের চেষ্টা চালায়। এসময় বৈমানিক রানওয়েতে পৌঁছানোর আগেই অবতরণের প্রচেষ্টা চালালে উড়োজাহাজটি দুর্ঘটনার মুখে পড়ে।
উড়োজাহাজটি ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় এবং বিধ্বস্ত হয়। সচিব জানান, এতে ১২ যাত্রী ও দুই ক্রু নিহত হন।
রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী যাত্রীদের সবাই ছিলেন ব্রাজিলীয় পর্যটক। তারা এ অঞ্চলে মাছ ধরার উদ্দেশে এসেছিলেন।
অ্যামাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, 'শনিবার বারসেলোসে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১২ যাত্রী ও দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।'
তিনি বলেন, 'প্রয়োজনীয় সহায়তা দিতে শুরু থেকেই আমাদের টিম কাজ করে যাচ্ছে। ভুক্তভোগীদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সহানুভূতি ও প্রার্থনা রইল।'
মানাউস অ্যারোট্যাক্সি এয়ারলাইন্স একটি বিবৃতি দিয়ে দুর্ঘটনার বিষটি নিশ্চিত করছে। সংস্থাটি আরও জানায়, তারা এ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
ব্রাজিলের বিমান বাহিনী (এফএবি) এক বিবৃতিতে জানিয়েছে, একটি ছোট 'এমব্রায়ার বানদেইরান্তে' উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের (সিইএনআইপিএ) তদন্তকারীদের ডাকা হয়েছে।
ইএমবি-১১০ মডেলের এমব্রায়ার বানদেইরান্তে আকাশযানটি একটি পরিবহণ উড়োজাহাজ। এই টুইন-টার্বোপ্রপ উড়োজাহাজের নির্মাতা ব্রাজিলীয় প্রতিষ্ঠান এমব্রায়ার।
Comments