নরসিংদী

ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় শিশুসহ নিহত ৩

বাসের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় এক শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটিমরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম, তার নাতি আরিয়ান ও বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের বাস ভৈরবগামী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত চালকসহ ৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।  

ভৈরবের হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'অটোরিকশাটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

57m ago