আমি সৌভাগ্যবতী, প্রথম সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছি: সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

সুনেরাহ বিনতে কামাল অভিনীত 'অন্তর্জাল' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এ মাসেই। তার প্রথম অভিনীত সিনেমা 'ন ডরাই' দিয়ে জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার।

নতুন সিনেমাসহ নানা বিষয়ে সুনেরাহ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'অন্তর্জাল' সম্পর্কে জানতে চাই।

দীপংকর দীপন পরিচালিত 'অন্তর্জাল' মুক্তি পাচ্ছে খুব শিগগির। এটি সাইবার  থ্রিলার সিনেমা।

এই সিনেমা দিয়ে আমিও অনেকদিন পর ফিরছি। 'অন্তর্জাল' দর্শকদের জন্য যেমন নতুন সিনেমা, আমার জন্যও নতুন কিছু।

শুটিং কেমন হয়েছে?

সিনেমাটি সত্যিই সুন্দর হয়েছে। যেমন আশা করেছিলাম, তারচেয়েও ভালো হয়েছে। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে। সিনেমার শুটিং, ডাবিং থেকে শুরু করে সবকিছু সুন্দর হয়েছে।

প্রথম সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছেন। তারপর দীর্ঘ সময় লেগে গেল দ্বিতীয় সিনেমার জন্য।

আমি সৌভাগ্যবতী, প্রথম সিনেমায় জাতীয় পুরস্কার পেয়েছি। 'ন ডরাই' আমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল। এরপর আর সিনেমা না করার পেছনে বড় কারণ করোনা মহামারি। মহামারি শেষে 'অন্তর্জাল'র স্ক্রিপ্টটা বেস্ট মনে হয়েছে। এই সিনেমা শেষ করে তারপর অন্য সিনেমা নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। এর মাঝে যে অন্য সিনেমার প্রস্তাব অসেনি, তা নয়। নতুন সিনেমাও হাতে আছে।

নতুন সিনেমার শুটিং শুরু হবে কবে?

খুব তাড়াতাড়ি। কথা চলছে, অনেকটা এগিয়েছেও। শুটিংয়ে গেলেই সব জানাব। আপাতত অন্তর্জাল নিয়েই থাকতে চাই।

সুনেরাহ বিনতে কামাল। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'অন্তর্জাল' সিনেমায় দর্শক আপনাকে কীভাবে দেখবে?

আমি এই জেনারেশনের তরুণী, খুব সাহসী। এখন বুদ্ধির যুগ। ইন্টারনেটের দুনিয়া এখন। সিনেমাতেও নতুনভাবেই দেখবেন আমাকে।

পরিচালক ও সহশিল্পীরা কেমন ছিলেন?

সহশিল্পীদের প্রায় সবাই আমার সিনিয়র। সবাই ভীষণ সহযোগিতা করেছেন। সবাই মিলে চেষ্টা করেছেন একটি ভালো সিনেমা হোক। পরিচালক দীপংকর দীপন প্রতিনিয়ত চেষ্টা করেন নতুনত্ব আনার। অন্তর্জালেও সেটাই করেছেন।

একটি সিনেমায় কী কী থাকা দরকার বলে মনে করেন?

সিনেমায় নাচ থাকবে, গান থাকবে, কমেডি থাকবে। আবার ম্যাসেজও থাকবে। সবকিছু মিলিয়ে একটি সিনেমা।

Comments

The Daily Star  | English

Money launderers spreading propaganda abroad: Shafiqul

The CA's press secretary said during the ousted Awami League era, the biggest looting in the world history took place in Bangladesh

4h ago