নিশোর জন্মদিনে ভিডিওতে ‘দাগী’ সিনেমার ঘোষণা
আজ ৮ ডিসেম্বর আফরান নিশোর জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা। জানিয়েছেন আগামী রোজার ঈদে ফিরছেন 'দাগী' সিনেমা নিয়ে।
সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
আজ রোববার সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানানো হয়েছে।
ভিডিওতে জানানো হয়, সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন।
ভিডিওটিতে আফরান নিশো বলেন, 'এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগী হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগীর সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।'
নির্মাতা শিহাব শাহীন বলেন, "দাগি" একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, 'মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।'
তমা মির্জা বলেন, 'এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। "দাগি"র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।'
Comments