সাজেকে ঢাবি শিক্ষার্থীকে ‘অপহরণকারী’ আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক পর্যটক কেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে শিজকছড়া এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত প্রিয় চাকমা (২৫) এই অপহরণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে ধারণা পুলিশের।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, আজ বৃহস্পতিবার সকালে সাজেক সীমান্তে দাঁড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রিয় চাকমাকে আটক করা হয়।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, 'আটককৃত যুবককে আদালতে নেওয়া হয়েছে।'

গত বুধবার দুপুরে শিজকছড়া এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এক ছাত্রীকে একদল দুর্বৃত্ত অপহরণ করে। পরে পুলিশ ও যৌথ বাহিনী ৭ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

 

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago