সাজেক যাওয়ার পথে ঢাবি শিক্ষার্থী অপহৃত

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এক ছাত্রী সাজেকে বেড়াতে যাওয়ার পথে  শিজকছড়া এলাকায় একদল দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হয়েছেন। তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী শিগগির তাকে উদ্ধার করতে পারব।'

স্থানীয়রা জানান, অপহৃত শিক্ষার্থী খাগড়াছড়ির বাসিন্দা।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমরা অবগত। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা ওই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

21m ago