তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৫৯ শতাংশ

তুরস্ক, লিরা, মূল্যস্ফীতি, তুর্কস্ট্যাট, ভোক্তা মূল্য সূচক,
রয়টার্স ফাইল ফটো

তুরস্কের মুদ্রা লিরার দরপতন ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির পরিবর্তন ও কর বৃদ্ধির পর তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে বলে সোমবার সরকারি তথ্যে দেখা গেছে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ'র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (তুর্কস্ট্যাট) জানিয়েছে, দেশটির ভোক্তা মূল্য সূচক (সিপিআই) পরিমাপ করে দেখা গেছে- আগস্ট শেষে তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫৮ দশমিক ৯৪ শতাংশ।

এর আগে, গত বছরের অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ শতাংশে পৌঁছেছিল। পরে এ বছরের জুনে ৩৮ দশমিক ২১ শতাংশে নামার পর জুলাইয়ে আবার বেড়ে ৪৭ দশমিক ৮৩ শতাংশ হয়।

তুর্কস্ট্যাটের তথ্য অনুযায়ী, তুরস্কের মাসিক মূল্যস্ফীতি ৯ দশমিক ০৯ শতাংশ, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৪৯ শতাংশ।

তুরস্কের ট্রেজারি ও অর্থমন্ত্রী মেহমেত সিমসেক বলেছেন, 'আমরা জানি মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা সময় লাগবে। আমরা পরিবর্তনের পর্যায়ে রয়েছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এবং তারপর তা কমাতে যা যা করা দরকার (আর্থিক নীতি, ক্রেডিট পলিসি ও আয় নীতি) আমরা করব।'

কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনীতিবিদরা বছরের বাকি সময়েও ঊর্ধ্বমুখী প্রবণতার পূর্বাভাস দিয়েছেন। ব্যাংকটি গত সপ্তাহে বলেছিল, ২০২৩ সালের শেষে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৬০ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে।

রয়টার্সের এক জরিপে তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি ৫৫ দশমিক ৯ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English

Govt now says it’ll draft proclamation of July uprising

The interim government has taken the initiative to prepare a declaration of the July uprising based on national consensus.

34m ago