আজ জাতীয় সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

আজ জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পেশ করা হবে।

আজকের সংসদ কার্যসূচিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপন করবেন।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। এরপর স্থায়ী কমিটি সংসদে প্রতিবেদন দেবে।

সরকার গত ৭ আগস্ট জানায় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে 'রূপান্তর' এবং  আধুনিকায়ন' করার সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে সাইবার নিরাপত্তা আইন। যেখানে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে।

গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে।

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago