এশিয়া কাপ ২০২৩

আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হলেন লিটন, কেউ বাদ পড়েননি

এশিয়া কাপে লিটন দাস
লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে না পারা লিটন দাস পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন। তার বদলে নেওয়া হয়েছিল এনামুল হক বিজয়কে। সুস্থ হয়ে সুপার ফোরের আগে নাটকীয়ভাবে পাকিস্তানে গিয়ে দলে যুক্ত হয়েছেন তিনি। তাকে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করার কথা জানালেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

মঙ্গলবার রাত ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লাহোরে রওয়ানা দেন লিটন। এই খবর জানা যায় সকালেই। তবে বিকেলে গণমাধ্যমকে অবাক করে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, লিটনের যাত্রা বিষয়ে তিনি কিছুই জানেন না, এই তারকা এখন কীভাবে যাবেন সেটাও বুঝতে পারছিলেন না তিনি।

যদিও মধ্য রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দিচ্ছেন সহ-অধিনায়ক। সুপার ফোরের ম্যাচে খেলার জন্য পাওয়া যাবে তাকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ

বিসিবির পাঠানো বিবৃতিতে প্রধান নির্বাচক মিনলহাজুল আবেদিন নান্নু বলেন, 'এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। সেজন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নেই।'

দোহা থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে লাহোর পৌঁছানোর কথা লিটনের। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

See no evil, hear no evil, speak no evil

How many people are watching the ongoing 11th Bangladesh Premier League (BPL) is a difficult question to answer.

6h ago