অবশেষে দল পেয়েছেন লিটন, এখনও পাননি মোস্তাফিজ

সাম্প্রতিক সময়টা ভালো গেলেও দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার বলায় লিটন দাসকে। সেই লিটন এবার ঢাকা প্রিমিয়ার লিগে দলই খুঁজে পাচ্ছিলেন না!। তবে অবশেষে ডিপিএল একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবারের মৌসুমে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার।

গুলশানের ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত জাতীয় দলের সাবেক তারকা তামিম ইকবাল আজ মিরপুরের শেররে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে লিটন দল পেলেও জাতীয় দলের আরেক তারকা মোস্তাফিজুর রহমানের ডিপিএলে খেলার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

গত মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন লিটন। তবে এবার সীমিত বাজেটের প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারছিলেন না। শেষ পর্যন্ত গুলশানের সঙ্গে চুক্তি হয় তার।

লিটনের দল পাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'লিটন একটি দল পেয়েছে, সে গুলশানের হয়ে খেলবে। তবে মোস্তাফিজুরের পরিস্থিতি সম্পর্কে আমি জানি না, তবে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। তারা জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অবশ্যই এই টুর্নামেন্টে খেলা উচিত।'

'আমি গতকালও বলেছিলাম, প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড, তাই তাদের এই টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত। আমি আশা করি, বড় দলগুলো তাদের অন্তর্ভুক্ত করবে। তারা যেখানে খেলেন, সেখানেই পারফর্ম করেন এবং সেরা দলে থাকার যোগ্য,' যোগ করেন তামিম।

মৌসুম শুরুর আগে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে প্রাইম ব্যাংক এবং ২২ ও ২৩ ফেব্রুয়ারির খেলোয়াড় স্থানান্তরের জন্য তিনি কোনো টোকেন নেননি। অন্য কোনো ক্লাবে খেলতে হলে তাকে এনওসি (অনাপত্তি সনদ) নিতে হবে। এখন দেখার বিষয়, মোস্তাফিজ এবারের ডিপিএলে খেলার ব্যাপারে আগ্রহ দেখান কিনা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago