এশিয়া কাপ ২০২৩

পাপন জানেন না লিটন এশিয়া কাপে যাচ্ছেন

ছবি: ফিরোজ আহমেদ

জ্বর থেকে সেরে ওঠার পর বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে যোগ দিচ্ছেন লিটন দাস। বিসিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি। তবে বিস্ময় প্রকাশ করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, এই খবর জানা নেই তার।

এদিন দুপুরে নিজের চাকরিস্থল বেক্সিমকোতে নির্বাচকদের সঙ্গে সভায় বসেন পাপন। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

বিসিবি প্রধান বলেন, লিটনের এশিয়া কাপের স্কোয়াডে যোগ দেওয়ার ব্যাপারে কিছু জানেন না তিনি, 'প্রথম কথা হচ্ছে, আমার জানা নেই ও আজকে যাচ্ছে। যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কী। ও যে যাচ্ছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।'

এর আগে বিসিবি সূত্রে জানা গেছে, আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হওয়ার পরই লিটনকে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা হয়। রাত ৯টায় কাতার এয়ারওয়েজে এই ডানহাতি ওপেনারের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে তিনি ধরবেন লাহোরের ফ্লাইট। আগামীকাল মঙ্গলবার দলের সঙ্গে যুক্ত হবেন এই তারকা।

নির্বাচকরাও লিটনের এশিয়া কাপে যাওয়ার বিষয়ে কিছু তাকে বলেননি বলে দাবি করেন বোর্ড প্রধান, 'যাচ্ছে? এখানে তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো... (কিছু বলেনি)।'

'অধিনায়ক (সাকিব আল হাসান), কোচ (চন্ডিকা হাথুরুসিংহে), ওখানে (নির্বাচক আব্দুর) রাজ্জাক আছে, (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) জালাল (ইউনুস) ভাই আছে, আমার সঙ্গে আজকে ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা নতুন কিছু।'

এই টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় পাল্টাতে অনুমোদন লাগবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। তার আগে সবুজ সংকেত লাগবে বিসিবি সভাপতিরও। সব মিলিয়ে অবাক পাপন, 'কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা... আমার কাছে একদম... (বিস্ময়কর)।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

15m ago