ডিম-মুরগির দাম বাড়ার কারণ জানতে ২ কমিটি গঠন

ডিম মুরগির দাম
ছবি: সংগৃহীত

ডিম ও ব্রয়লার মুরগির দাম বাড়ার পেছনে পোল্ট্রি শিল্পে প্রতিযোগিতার অভাব কোনো ভূমিকা রাখছে কি না তা জানতে ২টি কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।

বিসিসির চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে জানান, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর কমিটির সদস্যরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন।

'তারা ইতোমধ্যে তথ্য বিশ্লেষণ করেছেন' উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে। শিগগিরই তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।'

গত আগস্টে দেশে অভূতপূর্ব ঘটনা ঘটে। সেসময় এক ডজন বাদামি ডিমের দাম এক কেজি ব্রয়লার মুরগির দামের সমান হয়ে যায়। ফলে নির্দিষ্ট ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েন।

সে সময় ঢাকার বেশ কয়েকটি কাঁচাবাজারে এক কেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রি করছিলেন খুচরা বিক্রেতারা। কাকতালীয়ভাবে, একই সময়ে ১ ডজন বাদামি ডিমের সর্বোচ্চ দামও তাই ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কয়েকটি বাজারে অভিযান চালানোর পর ডিম ও ব্রয়লার মুরগির দাম কমে যায়।

বিসিসি বাজার কারসাজি, প্রতিযোগিতার অভাব, একচেটিয়া প্রভাব, ক্ষমতার অপব্যবহার বা অন্য যেকোনো প্রতিযোগিতাবিরোধী ব্যবস্থা প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলে কাজ করে।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

35m ago