শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হচ্ছে না বাংলাদেশকে
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো অফিসিয়ালি ঘোষণা দেয়নি, তবে সমীকরণ বলছে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে যাই হোক না কেন গ্রুপে বাংলাদেশ সেরা দুই দলের ভেতরেই থাকছে।
অথচ শ্রীলঙ্কার কাছে বড় হারের পর তীব্র শঙ্কা ভর করেছিল। আফগানিস্তানকে গুঁড়িয়ে সেই শঙ্কা উড়িয়ে আপাতত সাকিব আল হাসানের দল আছে স্বস্তিতে।
গ্রুপ পর্বে দুটি ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা আর আফগানিস্তান খেলেছে একটি করে। বাংলাদেশকে হারিয়ে +0.৯৫১ রান রেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। সমান দুই পয়েন্ট থাকলেও নেট রানরেটে তাদের থেকে কিছুটা পিছিয়ে বাংলাদেশ +০.৩৭৩।
বাংলাদেশের কাছে ৮৯ রানে হেরে আফগানদের নেট রানরেটের অবস্থা বেহাল। তারা নেট রানরেট(-১.৭৮০)।
এখন শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান অল্প ব্যবধানে হারায় তবু বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাবে পরের পর্বে। আর শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে যদি বাংলাদেশের রানরেটকে আফগানরা ছাড়িয়ে যায় তাহলে কপাল পুড়বে লঙ্কানদের। তাদের রানরেট তখন চলে যাবে বাংলাদেশের নিচে। ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও সমস্যা নেই বাংলাদেশের। এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে রশিদ খানদের।
অর্থাৎ বাংলাদেশ যে সুপার ফোরে সেটা কার্যত নিশ্চিত হয়ে আছে। সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচও লাহোরেই পড়ছে। আগামী ৬ সেপ্টেম্বর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নামতে হবে সাকিবদের।
Comments