পেনশন স্কিমের আমানত কখনো খোয়া যাবে না: প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সার্বজনীন পেনশন স্কিমের টাকা সরকারি কোষাগারে থাকবে এবং এই আমানত কখনো খোয়া যাবে না।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'সবার জন্য সার্বজনীন পেনশন করা হয়েছে' উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'সরকারি কর্মচারীরা পেনশন পায়। কিন্তু সাধারণ মানুষ পায় না। সেটার জন্য আমরা পেনশনের ব্যবস্থা করেছি। প্রত্যেকে যা কামাই করবে, তারা যদি সেখান থেকে পেনশন স্কিমে কিছু টাকা জমা রাখে, যখন বয়স হয়ে যাবে কর্মক্ষমতা হারাবে তখন সেখান থেকে ভালো টাকা তারা প্রতিমাসে নিতে পারবে। নিজেরা চলতে পারবে।' 

তিনি বলেন, 'আমি দেখলাম বিএনপির কিছু কিছু নেতা বললেন এটা নাকি আমাদের নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য। এর থেকে লজ্জার আর কী হতে পারে। নিজেরা কিছু করতে পারেনি, মানুষকে কিছু দিতে পারেনি। মানুষের ভালোর জন্য যখন আমরা কাজ করি, তখন সেটা নিয়ে তারা বিভ্রান্তির সৃষ্টি করে। এই বিভ্রান্তিতে যেন কেউ কান না দেয়।' 

'যারা সরকারি চাকরি করে না, তাদের পেনশন স্কিমে তারা যদি তাদের আমানত রাখে, সেই আমানত কখনো খোয়া যাবে না। সেটা সরকারি কোষাগারেই জমা হবে এবং সেখান থেকেই ঠিক সরকারি অফিসাররা যেভাবে অবসরের পর অবসর ভাতা পায়, সেই পেনশনের টাকা সবাই সেভাবেই তুলতে পারবে,' যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, 'অনেকেই বিভিন্ন কাজ করে থাকেন। কিন্তু বয়স শেষ হয়ে গেলে তাদের কিছু করার থাকে না। তখন এই পেনশন স্কিম থেকে টাকা তুলে নিজের জীবন-জীবিকা চালাতে পারবেন।'

 

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

10h ago