সর্বজনীন পেনশন স্কিমে কর ছাড় দিচ্ছে এনবিআর

সর্বজনীন পেনশন স্কিম
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সর্বজনীন পেনশন স্কিমে (ইউপিএস) অংশ নেওয়া ব্যক্তিরা তাদের প্রিমিয়ামের ওপর কর ছাড় পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রবর্তিত এই স্কিমে অংশ নেওয়া ব্যক্তিদের স্কিমের মেয়াদ পূর্তির পর তাদের টাকার ওপর কর দিতে হবে না।

এনবিআরের কর আইন বিভাগের দ্বিতীয় সচিব বাপন চন্দ্র দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'সর্বজনীন পেনশন স্কিমকে জনপ্রিয় করে তুলতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, স্কিমটি জনগণের জন্য গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা হিসেবে কাজ করবে।'

১৮ বছরের বেশি বয়সী সবাইকে এই স্কিমের আওতায় আনতে সরকার গত আগস্টে তা চালু করে।

জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রবাসীসহ ১৮ থেকে ৫০ বছর বয়সী সবাই এই সুবিধা নিতে পারবেন।

আগে শুধু সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা পেনশন সুবিধা পেতেন।

বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিরাও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন।

নতুন আইনের মাধ্যমে বেসরকারি খাতের কর্মীদের পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago