সাপের কামড়ে শিশুর মৃত্যু, দাফনের বদলে ১৫ ঘণ্টা ধরে ঝাড়ফুঁক

দাফনের ব্যবস্থা না করে শিশুটির মরদেহ নানার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে সানোয়ার হোসেন (১৩) এক শিশু মৃত্যুর ১৫ ঘণ্টা পরেও দাফন করা হয়নি। ওঝা ডেকে চলেছে ঝাড়ফুঁক।

গতকাল বৃহস্পতিবার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের আবুল কালামের ছেলে সানোয়ারের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ দিন আগে শিশুটি বড়ভাই সাগর মিয়ার সঙ্গে আওনা ইউনিয়নের স্থল গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার রাতে সে বড়ভাইয়ের সঙ্গে নানাবাড়ির পাশে ধানক্ষেতে টর্চলাইট দিয়ে মাছ ধরতে বের হয়। এসময় তার পায়ে সাপ কাপড় দেয়।

রাতেই সানোয়ারকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে দাফনের ব্যবস্থা না করে সানোয়ারের মরদেহ নানার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থানীয় ওঝা বাহার মিয়া শিশুটির ঝাড়ফুঁক করছেন।

শিশুটির মা সাজেদা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুনেছি ঝাড়ফুঁকে ভালো হয়। তাই চেষ্টা করেছি।'

জানতে চাইলে আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, 'আমি খবর পেয়েছি। ওই বাড়িতে যাচ্ছি। দ্রুত মাটি দেওয়ার ব্যবস্থা করা হবে।'

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi, a revered Bangladeshi musicologist, author, and television figure, has passed away at the age of 87. He died at 7 am on Saturday morning at a hospital in Banani. His daughter, Sharmin Abbasi, confirmed the news.

19m ago