মৌলভীবাজার-২

ভোটে কারচুপি যেন না হয়, জ্বিনদের বলে দিয়েছি: ইসলামী ঐক্যজোট প্রার্থী

অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। 
ইসলামী ঐক্যজোট
মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। ছবি: সংগৃহীত

অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজার-২ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। 

উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

এবার তিনি বলছেন, 'ভোটে যেন কারচুপি না হয়, এজন্য জ্বিনদের বলে দিয়েছি। কেউ ভোট চুরি করতে পারবে না।'

তিনি বলেন, 'আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জ্বিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই, সঙ্গে জ্বিনরাও খবর দেবে ভেতরে কোনো কারচুপি হচ্ছে কি না।'

আজ শনিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

মাওলানা আছলাম হোসাইন রহমানী ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি।

সাংবাদিকদের তিনি বলেন, 'আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন ফুলতলী সাহেবের অনেক জ্বিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও, কিছু জ্বিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়।'

'আমি তাদের বলে দিয়েছি, আমার ভোট যেন কারচুপি না হয়। সেজন্য তাদের লক্ষ্য রাখার জন্য,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

BNP lends support to anti-quota, pension protests

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today announced BNP's support for the ongoing quota reform and pension movements

2h ago