কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২ আহত ৫

বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাও গ্রামে সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন আরো ৫ জন।

আজ শুক্রবার সকালে বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাও গ্রামে এ ঘটনা ঘটে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-জালগাও গ্রামের খোরশেদ আলম (৩২) ও আবদুস সাত্তার (৫৫)।

ওসি জানান, সকালে আবদুস সাত্তার জমি চাষ করতে গেলে খোরশেদ আলমের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে খোরশেদ ও সাত্তার নিহত হন। আহত জয়নাল, মোশাররফসহ ৫ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
 

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

12h ago