পাকিস্তানে ৩০০ রুপি ছুঁতে চলেছে ডলারের দর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দর কমেছে ১ দশমিক ৮৭ রুপি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আন্তঃব্যাংক বাজারে আজ রেকর্ড ২৯৯ রুপিতে ডলারের হাত বদল হয়েছে। খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ৩০৬ রুপিতে।

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) তথ্য অনুযায়ী, গতকাল ডলারের বিপরীতে রুপির দর ছিল ২৯৭ দশমিক ১৩, যা গত সপ্তাহে শেষ কর্মদিবসে ছিল ২৯৫ দশমিক ৭৮।

পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ২০২২ সাল থেকে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু, এ বছরের জুনে এই বিধিনিষেধ শিথিল করা হয়, কারণ আইএমএফের ঋণের একটি শর্ত ছিল।

এর আগে, চলতি বছরের ১১ মে ডলার বিক্রি হয়েছিল ২৯৮ দশমিক ৯৩ রুপিতে।

করাচি-ভিত্তিক ব্রোকারেজ কোম্পানি আরিফ হাবিবের গবেষণার প্রধান তাহির আব্বাস রয়টার্সকে বলেন, তার ধারণা করেছিলেন ডলারের বিপরীতে রুপির দর থাকবে ২৯৫ থেকে ৩০৫ এর মধ্যে।

তিনি আরও বলেন, রুপির পতনের অন্যতম একটি কারণ আমদানি বিধিনিষেধ শিথিল করা।

Comments

The Daily Star  | English

2 dead, over 500 houses gutted in Rohingya refugee camp fire

Two people were burnt to death and many others injured in a devastating fire that broke out at a Rohingya refugee camp in Cox’s Bazar’s Ukhiya today

1h ago